
টানা পাঁচদিন পর বাংলাদেশে এক ধরনের অচলাবস্থা থাকার পর আজ সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে কারফিউ শিথিল থাকায় অফিস-আদালত, ব্যাংক খুলেছে, সড়ক-মহাসড়কে যানবাহনের ভিড় বেড়েছে। বুধবার ও বৃহস্পতিবার অফিস, আদালত ও ব্যাংক খোলা থাকবে। তবে এই দুদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। আর এসব দিনগুলোতে কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষণা করা কমপ্লিট শাটডাউনের মধ্যে গত শুক্রবার দিনগত রাত ১২টা থেকে সরকার সারা দেশে কারফিউ জারি করে। এরপরও রাজধানীর বেশ কিছু এলাকায় আন্দোলনে নামে মানুষ। যদিও সরকার আগে বলেছিল, এ আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। সরকারের দাবি, জামায়াত-শিবির ও বিএনপি ভাঙচুর, অগ্নিসংযোগ করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে।