প্রচ্ছদ বিনোদন অভিনেতা থেকে ব্যবসায়ী শাকিব খান

অভিনেতা থেকে ব্যবসায়ী শাকিব খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শাকিব খান
অভিনেতা থেকে ব্যবসায়ী শাকিব খান

লম্বা ক্যারিয়ারে সিনেমার রাজকীয় অধ্যায়ের বাইরে শাকিব খানের খানিকটা জুড়ে আছে তার ব্যক্তিগত জীবন, প্রযোজনা আর কিছু পণ্যের বিজ্ঞাপন। এখনও তিনি সর্বাধিক ব্যস্ততার মধ্যে নিজেকে অটুট রেখেছেন ঢালিউডের সর্বোচ্চ শিখরে। মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা- ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।এর সবটুকু ছাপিয়ে এবার নতুন অবতারে হাজির হলেন ঢালিউড কিং। উন্মোচন করেছেন ক্যারিয়ারের নতুন পরিচয়। ব্যবসায়ী পরিচয়ে হাজির হয়েছেন তিনি। রিমার্ক অ্যান্ড হারলান নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নতুন কর্মজীবন শুরু করলেন তিনি। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও। যার প্রসাধনী পণ্য বিপণন হচ্ছে বিশ্বজুড়ে।সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে এ নিয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা এবং শাকিব খান।অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। দিনের পর দিন নকল পণ্যের পেছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মানুষকে পরিত্রাণ দিতে, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে শাকিব খান দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রডাক্ট নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন ।শাকিব আরও বলেন, দেশজুড়ে এখন পর্যন্ত হারল্যানের মোট ৪০টিরও বেশি আউটলেট রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কমপক্ষে এক হাজার শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দেবে হারল্যান। একদিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে হারল্যানের সেবার পরিধি এমনটাই বিশ্বাস ঢালিউড কিং শাকিব খানের।   

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00