
উপজেলা নির্বাচনের আগেই আওয়ামী লীগের নৌকা ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।দেশে নির্বাচনের নামে সিলেকশন হয়েছে দাবি করে মঈন খান বলেন, সরকার প্রহসনের নির্বাচন করতে চাইলেও তা পারেনি। জনগণ ভোট দিতে যায়নি। গণতান্ত্রিক বিশ্বও বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এদিকে, উপজেলা নির্বাচনের আগেই আওয়ামী লীগ নৌকা ডুবিয়ে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, সোমবার তাদের পরাজয় ঘটেছে। তারা জানে নৌকাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করবে না বলে তারা ঘোষণা দিয়েছে।