
গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। দিন যতই যাচ্ছে বাড়ছে অভিযানের পরিধি। বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি। গুরুতর আহত দ্বিগুণেরও বেশি। যাদের কাউকেই দেয়া সম্ভব হচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা। এদিকে, হামাসের যুদ্ধ বন্ধের প্রস্তাব বার বার নাকচ করে দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলিদের একের পর এক হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার বহু শরণার্থী শিবির, হাসপাতাল।তাই নিরুপায় হয়েই খোলা আকাশের নীচে বসবাস করছে অনেক অসহায় গাজাবাসী। উপত্যকাটিতে বাস প্রায় ২৫ লাখ মানুষের; যাদের ২৩ লাখই এখন বাস্তুচ্যুত। যাদের কেউই পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা। ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণ সামগ্রী। চিকিৎসা সামগ্রী, বাসস্থান তৈরির উপাদান এমনকি খাবার প্রবেশেও নেতানিয়াহু প্রশাসনের রয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা। প্রতিদিন ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে গাজার অসহায় মানুষগুলোকে। এদিকে, স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলেও বার বার তা প্রত্যাখ্যান করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসঙ্গত গেলো ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে, হামাস শাসিত গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে সাত দিনের যুদ্ধবিরতি ছিল। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।