
সামাজিক মাধ্যমে বেশ কয়েক বছর ধরে আলোচিত বিষয় ‘নোয়াখালী বিভাগ চাই’। এমনকি এই জেলাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা।
এবার ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসরেও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান্স গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান। ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন জানিয়েছে তারা।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের লন্ডনে অফিস রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল।
তিনি বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন তৈরি রেখেছি। বিসিবি যদি ইতিবাচকভাবে আমাদের প্রস্তাব বিবেচনা করে, তাহলে এটা নোয়াখালীবাসীর জন্য গর্বের ব্যাপার হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে বিপিএলের ১১তম আসর আয়োজিত হবে। তবে কবে নাগাদ এটি অনুষ্ঠিত হবে, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।