
ইসরায়েলি আগ্রাসনে জর্জরিত ফিলিস্তিনের গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকে।ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সময় সন্ধ্যায় শহরের উত্তরে জাতিসংঘের একটি ট্রাক সেখানে ত্রাণ নিয়ে পৌঁছায়। সেসময় খাবার সংগ্রহের চেষ্টায় ট্রাকের আশেপাশে ভিড় করে ফিলিস্তিনিরা। হঠাৎই সেখানে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা। আকস্মিক আক্রমণে ঘটে হতাহতের এ ঘটনা।পরে আহতদের নিকটস্থ আলত-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে ওষুধ-সরঞ্জামের অভাবে গাজার বেশিরভাগ হাসপাতালে প্রায় বিনা চিকিৎসায় ধুকছেন আহতরা।একই দিনে গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ওয়াফা জানিয়েছে, ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নেওয়া যায়নি।ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। প্রসঙ্গত, গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন। এছাড়াও ২৪০ জনেরও বেশি মানুষকে বন্দি করে নিয়ে যায় তারা। এরপর থেকে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরাইল। সাড়ে চার মাস পেরিয়ে গেলেও হামলা এখনো অব্যাহত রেখেছে তারা। বোমা হামলার পাশাপাশি উপত্যকাটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরাইলি সেনারা।