
ভারতের দক্ষিণী সিনেমার শক্তিশালী দুই সুপারস্টার পবন কল্যাণ ও রাম চরণ। অভিনয় জগতের বাইরেও তাদের একটা পরিচয় রয়েছে। আর তা হলো, পবন কল্যাণ ‘মেগা পাওয়ার স্টার’ খ্যাত অভিনেতা চিরঞ্জীবীর ছোট ভাই এবং রাম চরণ এ গুণী অভিনেতার ছেলে। এবার মুখোমুখি হতে যাচ্ছেন চাচা-ভাতিজা। অর্থাৎ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ভারত জুড়ে মুক্তি পাবে পবন কল্যাণ অভিনীত সিনেমা ‘ওজি। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেছেন সুজিত। বিগ বাজেটের এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, ইমরান হাশমির মতো তারকারা।একই দিনে রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করেছেন রাম। তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটি নির্মাণ করেছেন এস. শংকর। স্বাভাবিক কারণে বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন পবন কল্যাণ ও রাম চরণ।‘ওজি’ ছাড়াও বর্তমানে পবন কল্যাণের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগারওয়াল। এ ছাড়াও ‘ওস্তান ভগত সিং’ সিনেমার কাজ রয়েছে এ অভিনেতার হাতে। এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে ‘ওজি’ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন পবন কল্যাণ। অন্যদিকে, ১৭০ কোটি রুপি বাজেটের ‘গেম চেঞ্জার’ সিনেমাটির জন্য কোন পারিশ্রমিক নিচ্ছেন না রাম চরণ। বরং লভ্যাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা।