
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে সম্প্রতি সৃষ্ট ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে যাওয়ার ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় চরম বিঘ্নতা সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের স্থানে একটি অস্থায়ী সাঁকো নির্মাণের কাজ শুরু করে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ২৯ মে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার বেড়িবাঁধের বেশ কিছু অংশ বিপর্যস্ত হয়ে যায়, যা জনসাধারণের চলাচলের জন্য অত্যন্ত অনুপযোগী হয়ে পড়েছিল। এই অবস্থায়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সাঁকো নির্মাণের কাজ শুরু করে।
নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাঁকোটি জনসাধারণের পারাপারের সুবিধার্থে উন্মুক্ত করে দেওয়া হয়। এতে স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে উঠার পাশাপাশি ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াতেও সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
নির্মিত সাঁকোটি পরিদর্শন করেন বরগুনায় কর্মরত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান, (এল), পিএসসি, বিএন। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এম ওয়ালী উজ জামান জানান, “বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।