প্রচ্ছদ সারাবাংলা বালিয়াকান্দিতে দিন মজুরদের জমিয়ে রাখা অর্থে ঈদের আনন্দে মাংস ভাগ

বালিয়াকান্দিতে দিন মজুরদের জমিয়ে রাখা অর্থে ঈদের আনন্দে মাংস ভাগ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কোরবানী
বালিয়াকান্দিতে দিন মজুরদের জমিয়ে রাখা অর্থে ঈদের আনন্দে মাংস ভাগ

ঈদুল আযহা উপলক্ষে আনন্দের দিনগুলো এখন আর দূরে নেই। মাত্র তিন দিন বাকি ঈদে, রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালপট্টির দিন মজুররা নিজেদের উদ্যোগে গরু কিনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। প্রতি বছর এই সময় তারা মাংস ভাগাভাগির জন্য একটি সমিতি গঠন করে, যা তাদের জন্য একটি বিশেষ উদ্যোগ।

বুধবার সকালে, এই সমিতির সদস্যরা ক্রয়কৃত গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করেন। তাদের মধ্যে ঈদের আনন্দ যেন আগেই শুরু হয়ে গেছে। জানা গেছে, অনেক দিন মজুর, ভ্যান চালক, ইজিবাইক চালক এবং চায়ের দোকানদারসহ গ্রামের মধ্যবিত্ত মানুষ এই সমিতির সদস্য। তারা সাধারণত বছরে দুই ঈদে একসাথে পাঁচ থেকে দশ কেজি গোস্ত কিনতে পারেন না। তাই এলাকার যুবকদের উদ্যোগে গরু কিনে জবাই করার জন্য এই গোস্ত সমিতি গঠন করা হয়।

সমিতির সদস্যরা প্রতি মাসে পাঁচশত টাকা করে জমা দেন, যা দশ মাসে প্রতি সদস্যের জন্য পাঁচ হাজার টাকা জমা হয়। এই অর্থ দিয়ে তারা ঈদের আগে গরু কিনে জবাই করেন। মাংস সমিতির ক্যাশিয়ার মোঃ জাকির হোসেন পাটোয়ারী জানান, “৫০ জন সদস্যদের কাছ থেকে প্রতি মাসে পাঁচশত টাকা করে নেয়া হয়। দশ মাসে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জমা হয়। রমজানের ঈদের এক দুই দিন আগে একটা গরু কিনে জবাই দেয়া হয় ও কোরবানি ঈদের এক দুই দিন আগে একটা গরু কিনে জবাই দেয়া হয়। এতে ৭-৮ কেজি করে গোস্ত পায় প্রতি সদস্য। সবাই ঈদের আনন্দে খুশি মনে গোস্ত নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন পালন করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00