
রাজধানীর শেরেবাংলা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ বিএনপি সমর্থিত চিকিৎসক ডা. ইকরামুল হক হিটলুকে গ্রেফতার করেছে। শনিবার (২৮ জুন) দুপুর ২ টায় এই গ্রেফতারি অভিযান পরিচালিত হয়।
গত সোমবার জামালপুর জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. ইকরামুল হক হিটলু বিএনপি সমর্থিত আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম রনিকে মারধর করেন।
ঘটনার প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখা মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেয়। মারধরের শিকার চিকিৎসক মো. তরিকুল ইসলাম রনি ড্যাবের সদস্য সচিব। হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হয়, যেখানে অনিয়মের অভিযোগ তোলেন ডা. ইকরামুল হক। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন দুপুরে আরএমও তরিকুল ইসলাম তার কক্ষে বসেছিলেন। হঠাৎ সেখানে প্রবেশ করেন ডা. ইকরামুল হক এবং তিনি তরিকুল ইসলামকে তার পছন্দের লোক নেওয়ার জন্য অনুরোধ করেন। তরিকুল ইসলাম অস্বীকৃতি জানালে তিনি মারধর করেন। পরে আশপাশের লোকজন তরিকুল ইসলামকে উদ্ধার করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় ডা. তরিকুল ইসলাম রনি বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ডা. হিটলুকে গ্রেফতার করে।