প্রচ্ছদ সর্বশেষ মধুমাসের আগমন ঘটেছে বাহারি মধুফলে সেজেছে বাজার

মধুমাসের আগমন ঘটেছে বাহারি মধুফলে সেজেছে বাজার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
মধুমাসের আগমন ঘটেছে বাহারি মধুফলে সেজেছে বাজার

মধুমাসের আগমন ঘটেছে এবং এর সাথে সাথে রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমি ফলের সমাহার দেখা যাচ্ছে। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, জামরুল—এই সব ফলের গন্ধে মুখরিত হয়ে উঠেছে বাজার। রাজধানীর সদরঘাট, বাদামতলী ও শ্যামবাজারসহ বিভিন্ন স্থানে ফল বিক্রেতারা ক্রেতাদের সমাগমে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিক্রেতাদের মতে, মৌসুমি ফল বাজারে উঠতে শুরু করেছে এবং আগামী এক মাস থেকে দেড় মাসের মধ্যে এসব ফলের ব্যাপক চাহিদা থাকবে। বর্তমানে বাজারে হিমসাগর, গোবিন্দভোগ, গোপালভোগ ও গুটি জাতের আম বিক্রি হচ্ছে। ফরিদুল হক নামক এক বিক্রেতা জানান, “সবেমাত্র আম উঠতে শুরু করেছে। তাই চাহিদাও বেশি। দাম তুলনামূলকভাবে কমই আছে। এখন সাতক্ষীরার আম বেশি আসছে।”

বর্তমানে গুটি আমের দাম প্রতি কেজি ৮০ টাকা, গোবিন্দভোগ ১০০ টাকা, গোপালভোগ ১০০ টাকা এবং হিমসাগর ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

লিচুর বাজারেও চাহিদা রয়েছে, তবে দাম কিছুটা চড়া। জাত ও আকারভেদে একশ লিচুর দাম ৩০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, মৌসুমের প্রথম আসায় দাম একটু বেশি থাকে।

বাদামতলীর ফল বিক্রেতা ইসমাইল হোসেন শেখ বলেন, “বাজারে এখনও পুরোদমে লিচু আসেনি। যাও এসেছে সেটিও আকারে বেশ ছোট। তবে চাহিদা আছে বেশ।” বর্তমানে রাজশাহীর বোম্বে ও ঠাকুরগাঁওয়ের দেলোয়ারি লিচু বাজারে আসছে। ঠাকুরগাঁওয়ের একশ দেলোয়ারি লিচুর দাম ৩০০ থেকে ৪০০ টাকা এবং রাজশাহীর একশ বোম্বে লিচুর দাম ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, বাজারে কালোজাম, কাঁঠাল, আমরুজ ও অন্যান্য ফলও উঠেছে। কালোজামের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, তাল ৩০ টাকা, লাল আমরুজ ২০০ টাকা, সাদা আমরুজ ৮০ টাকা এবং আনারস ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁঠাল এখনও তেমনভাবে বাজারে আসেনি, তবে মান ও আকারভেদে এর দাম ১২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। অন্যান্য ফলের মধ্যে ডালিম ৩৫০ থেকে ৪৫০ টাকা, সাদা আঙুর ৩০০ থেকে ৩৫০ টাকা, কালো আঙুর ৪৫০ থেকে ৬০০ টাকা, মাল্টা ২০০ থেকে ৩০০ টাকা এবং আপেল ২৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সদরঘাটের খুচরা ফল বিক্রেতা সুমন মোল্লা বলেন, “এই সময়টাতে সব ফল একসঙ্গে বাজারে আসে। তবে মৌসুমের শুরুতে হওয়ায় কিছু কিছু ফলের দাম একটু বেশিই। এতে ক্রেতারা দর-কষাকষি বেশি করছেন।”

ক্রেতা তাহমিনা শারমিন জানান, “বাজারে মৌসুমের প্রথম ফল ওঠায় বাচ্চাদের জন্য লিচু আর আম কিনলাম। বাজারে ফল অনেক, কিন্তু দাম বেশি।” অপর এক ক্রেতা শাফায়েত করিম বলেন, “বাজার ফলে ভরে উঠেছে। মধুমাস চলে এসেছে। ফলের গন্ধে চারদিক মৌ মৌ করছে। তবে শুরুর দিকে হওয়ায় দাম চড়া।”

এদিকে, বাজারের পাশাপাশি নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা ও ফুটপাতে ভ্যানে করেও মৌসুমি ফল বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। বাজারের তুলনায় এসব ভ্যানে ফলের দাম তুলনামূলক কম। ব্যবসায়ীরা জানান, ভ্যানে বিক্রি করলে দোকান ভাড়া দিতে হয় না এবং বিদ্যুৎসহ অন্যান্য খরচও নেই, তাই কিছুটা কম দামে বিক্রি করা যায়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00