কলকাতার সিনেমায় অভিষেকের অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবির মাধ্যমেই ‘প্রসেনজিৎ-দেবের ইন্ডাস্ট্রি’তে পা রাখছেন তিনি। এতে নায়িকার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অভিনেতা সৌরভ দাস। এর আগে, গেলো ১৯ জানুয়ারি প্রকাশ্যে আসে সিনেমাটির তিন অভিনেতার ফার্স্টলুক। এবার প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে। টিজারের শুরুতেই দেখা মেলে কৌশিক গাঙ্গুলির। তিনিই সিনেমার মূল চরিত্রঅন্যদিকে, বুবলী ধরা দিয়েছেন কখনও প্রাণবন্ত, আবার কখনও বিষাদগ্রস্ত এক মেজাজে। আর মারকুটে স্বভাবে দেখা গেছে সৌরভকে। সৌরভ। বুবলীর ছায়াসঙ্গী তিনি। টিজারটির আবহ সংগীতেও মিশে আছে ভয় আর শিহরণ জাগা রহস্য। এই সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হওয়াকে কেন্দ্র করে। এতে বুবলী, কৌশিক ও সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে ও শ্বেতা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানায় এই ছবির প্রযোজনায় রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। উল্লেখ্য, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। চলতি বছরেই দুই বাংলায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।