
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে বহু চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। এবার তাকে দেখা যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য নাকি মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নেবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। তবে নতুন এই সিনেমাটির দুটি নামকরণ করা হয়েছে। একটি হলো ‘শেখ রাসেলের আর্তনাদ এবং দ্বিতীয়টি ‘আমি মায়ের কাছে যাব । এই দু’টি নামের মধ্যে যেকোন একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক । সিনেমাটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুকে দেখা যাবে ‘হাসু’ চরিত্রে।অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে নির্মাতা সালমান হায়দার জানান, সিনেমাটিতে ‘হাসু’র চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান নি। নাম মাত্র ১০০ টাকা দিয়ে তাকে এ সিনেমায় চূড়ান্ত করা হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে ছবিটির সুটিং। আপাতত চলছে এর প্রস্তুতি।সালমান হায়দার পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও আরও দেখা যাবে অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান ও আমান রেজাকে। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন এই নির্মাতা।এদিকে, দীর্ঘতম ক্যারিয়ারে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন তিনি । বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসা এবং পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।