
জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখা সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা এবং কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন করেছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে শেরপুর জেলার ৩৩টি কলেজ ও কলেজ পর্যায়ের মাদ্রাসায় এই কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল এই ৩৩টি কমিটি অনুমোদন করেন। শেরপুর জেলা ছাত্রদল জানিয়েছে, এর আগে কখনো একসাথে এতগুলো কমিটি গঠন করা হয়নি।
শেরপুর জেলা ছাত্রদলের নেতারা বলেন, ‘শিক্ষা, ঐক্য, প্রগতির স্লোগানে চলা ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। তাই ভবিষ্যত নেতা তৈরিতে এখনই নতুনদের প্রস্তুতি নিতে হবে। আমরা জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দিয়েছি। ফলে শেরপুর জেলা ছাত্রদলের কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি হবে।’
জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু উল্লেখ করেন, ‘দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে ২০২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের জাতীয় জীবনের গৌরাবোজ্জ্বল প্রতিটি অর্জনের সাথেই ছাত্ররাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নতুন নেতৃত্ব তৈরির জন্য মেধাবীদের রাজনীতিতে আসতেই হবে। তাই দেশের হাল ধরার জন্য প্রস্তুত হতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলের গতিশীলতা বৃদ্ধি করতে এই ছাত্ররাই ভূমিকা রাখবে।