
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাস্তান গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র, যার নাম প্রশান্ত। গত রোববার বিকেলে, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যে ধানখেতে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশান্ত তার বাবা-মায়ের সঙ্গে ধান বহনে সহায়তা করতে বাড়ির পাশের মাঠে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতের আঘাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
প্রশান্ত সাস্তান গ্রামের হীরণ বাবুর একমাত্র সন্তান ছিল। তার সহপাঠীরা এই অকাল মৃত্যুতে হতবাক এবং বিশ্বাস করতে পারছে না যে তাদের বন্ধু আর কখনও স্কুলে আসবে না। বিদ্যালয়ের শিক্ষকরা প্রশান্তকে একজন নিয়মিত, মনোযোগী ও সম্ভাবনাময় ছাত্র হিসেবে চিহ্নিত করেছেন এবং তার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেছেন, “পরিবারটির পাশে দাঁড়াতে প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।