
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী বাহিনী আবারো আগ্রাসন চালিয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। দেশটির বিভিন্ন গনমাধ্যমের বরাতে জানা গেছে,রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ছোঁড়া হয়েছে বেশকিছু ক্ষেপণাস্ত্র। তাতে, ধসে পড়ে বহুতল ভবনটির একাংশ। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বাসিন্দা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দামেস্কের কাফ্র সুসা আবাসিক এলাকার একটি ভবন লক্ষ্য করে ইসরাইলি বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই হামলার খবর ছবিসহ প্রকাশ করেছে যাতে দেখা যায়- বহুতল একটি ভবনের অংশবিশেষ ধোঁয়ায় কালো হয়ে গেছে এবং কাঁচের জানালা ভেঙে গেছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ইহুদিবাদী ইসরাইল এই আগ্রাসন চালায় এবং অধিকৃত গোলান মালভূমির দিক থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ওই সূত্র বলছে, ইসরাইলি হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছে। এর পাশাপাশি ওই ভবন এবং আশপাশে বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ায় দাবি, হতাহতদের সবাই বেসামরিক। গেলো বছরের ফেব্রুয়ারিতেও, একই এলাকায় হামলা চালিয়ে ইরানের একাধিক সামরিক বিশেষজ্ঞকে হত্যা করে তেলআবিব। এদিকে, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে দখলদার সরকার সিরিয়ার উপর আগ্রাসন বাড়িয়ে দিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর কয়েকবারই সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কয়েকজন শীর্ষ সদস্য।