
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সম্প্রতি ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
৩০ জুন, সোমবার, হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার বিতরণের ফলে উপকারভোগীরা তাদের আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এই উদ্যোগটি প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।