
জামালপুর পৌর এলাকার একটি কলেজের ১৭ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, কারণ তারা প্রবেশপত্র পাননি। বৃহস্পতিবার (২৬ জুন) শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নেন, কিন্তু কলেজের কর্তৃপক্ষ পালিয়ে যায়।
গত বুধবার (২৫ জুন) প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে হট্টগোল করেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে অধ্যক্ষসহ কলেজের সকল সদস্য সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ গ্রহণ করা হলেও কলেজ কর্তৃপক্ষ তাদের কিছুই প্রদান করেনি।
অভিযোগের বিষয়ে জানতে লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’