উত্তরা হোয়াইট হলে বীকন কমিউনিকেশনস এর উদ্যোগে শুরু হল ৩ দিন ব্যাপী "উত্তরা আবাসন মেলা - ২০২৫" । আগামী ১৪, ১৫, ১৬ আগষ্ট - ২০২৫ (বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ) তিনদিন ব্যাপী এই আবাসন মেলা চলবে।
মেলায় থাকছে, ঢাকার পূর্বাচল , মাওয়া হাইওয়ে রোড, কেরানিগঞ্জ এর বিভিন্ন আবাসন কোম্পানির প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটা সহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও ৫ তারকা হোটেল এর শেয়ার অথবা মালিকানার সুযোগ ।
মেলার উদ্বোধন করেন বীকন কমিউনিকেশনস এর স্বত্বাধিকারী ও সি ই ও জনাব মোঃ নুর নবী ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ !
উক্ত মেলায় অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য বেশকিছু আবাসন প্রতিষ্ঠান । বীকন কমিউনিকেশনস এরস্বত্বাধিকারী ও সি ই ও মোঃ নুর নবী জানান , আমরা "উত্তরা আবাসন মেলা - ২০২৫" ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে ঢাকা, পূর্বাচল, কেরানীগঞ্জ ও মাওয়া হাইওয়েসহ ঢাকার বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়ায় রিসোর্ট ,৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।
সকল দর্শনার্থীরা সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে ।
মেলায় মিডিয়া পার্টনার – আমার বাংলা সংবাদ