অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর কার্যক্রম একে একে বন্ধ হয়ে যাচ্ছে। মাত্র তিন দিনের ব্যবধানে দুটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত করলো।
মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে ট্রাভেল বিজনেস পোর্টাল তাদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়।
এই বন্ধের খবরের পর রাজধানীর প্রগতি সরণীতে সংস্থাটির অফিসের সামনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়ো হন। অফিসের দরজা তালাবন্ধ দেখে উপস্থিত বিক্ষুব্ধরা অফিসে ভাঙচুর করেন।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে, প্রতিষ্ঠানটির মালিক মো. মঞ্জুরুল আলম ও ইমন আলম গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন।
তবে, তিন দিন আগে একইভাবে বন্ধ হওয়া ফ্লাই ফার ইন্টারন্যাশনাল নামে আরেকটি ট্রাভেল এজেন্সির কথাও উল্লেখ করা প্রয়োজন।
এ পরিস্থিতি বিমান মন্ত্রীকে অবহিত করে সংশ্লিষ্ট সহযোগী এজেন্সির মালিকরা দাবি করেছেন যে, আয়াত থেকে টিকিট রিফান্ডের সুযোগ বন্ধ করতে হবে। এছাড়াও, ট্রাভেল বিজনেস পোর্টালের বুকিং করা টিকিটও গ্রাহকদের ছাড়া রিফান্ড না করার দাবি উত্থাপন করা হয়। তারা উল্লেখ করেন যে, এতে সাধারণ গ্রাহকদের ক্ষতি কিছুটা কম হবে।