২৫ অক্টোবর, ২০২৫ : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য অঞ্চলে গতকাল রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণে চারজনের মৃত্যু ও প্রায় ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।
কিয়েভ থেকে সংবাদ সংস্থা এএফপির মাধ্যমে এ সংবাদ পাওয়া যায়।
যুদ্ধ শুরু হওয়ার পর চতুর্থ বছরে শীতের প্রাক্কালে কিয়েভের পশ্চিমা সহযোগীরা রাশিয়ার বিরুদ্ধে চাপ বৃদ্ধি করার প্রেক্ষাপটে এই রুশ হামলাটি সংঘটিত হলো।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে জানায় যে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পেত্রোপাভলিভস্কা এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়েছে।
এই হামলার সময় সেখানে একজন উদ্ধারকর্মী প্রাণ হারান এবং অপর একজন আহত হন।
মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলে এক নারী নিহত হন এবং সাতজন আহত হন। এই হামলায় দমকলের গাড়ি, আবাসিক ভবন ও দোকানপাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এর পাশাপাশি কিয়েভে আরও দু’জন মারা গেছেন।