সিলেটের বিয়ানীবাজারে রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। আর মৌলভীবাজারের বড়লেখায় ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ড অনুভূত হয় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।
সিলেট ও মৌলভীবাজারে দু দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছনে।
তিনি জানান, সিলেটের বিয়ানীবাজারে রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। আর মৌলভীবাজারের বড়লেখায় ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ড অনুভূত হয় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।
দুই দফার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এরআগে গত ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েক শ মানুষ।