
অপতথ্য ও ভুল তথ্য রোধে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ একসাথে কাজ করবে। রোববার সচিবালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এসব কথা জানান।প্রায় এক ঘণ্টার বৈঠকে অপতথ্য, ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। পরে তথ্য প্রতিমন্ত্রী জানান, সব দেশই অপতথ্যের স্বীকার। অপতথ্য রোধে প্রযুক্তিগতসহ আইন ও নীতি সহায়তার বিষয়ে সহযোগিতা করবে ইইউ। প্রতিমন্ত্রী আরও জানান, এই সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে বেশি স্বাধীনতা যেন অপতথ্যের কারণ না হয় সেদিকে নজর রাখতে হবে। টেকনোলজি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। সেই ঝুকি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে হোয়াটলির সাথে আলোচনা হয়েছে। ডিস ও মিস ইনফরমেশন নিয়েও অনেক কথা হয়েছে। এদিকে, এসময় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, অপতথ্য নিয়ে ইইউ পৃথিবী জুড়ে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সবদেশেই বড় চ্যালেঞ্জ। এ নিয়েই একসাথে কাজ করতে প্রতিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান চার্লস হোয়াইটলি।