প্রচ্ছদ বিশ্ব আকাশ থেকে পড়া ৬ ফুট লম্বা বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

আকাশ থেকে পড়া ৬ ফুট লম্বা বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আকাশ থেকে পড়া ৬ ফুট লম্বা বরফ খণ্ড নিয়ে রহস্য বাড়ল

বিশাল একটি বরফের টুকরা আকস্মিকভাবে পড়েছিল যুক্তরাষ্ট্রের একটি বাড়ির ছাদে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বরফটি কোনো উড়োজাহাজ থেকে পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি। এফএএর এমন বক্তব্যের পর বরফটি নিয়ে রহস্য আরও বেড়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম উপকূলীয় এলাকায় একটি বাড়ির ছাদে ওই বরফখণ্ডটি পড়ে। ধাতু দিয়ে তৈরি ছাদ ভেদ করে বরফের টুকরাটি শয়নকক্ষে ঢুকে পড়ে। এতে করে ছাদে বড় একটি ছিদ্র তৈরি হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই বাড়ির বাসিন্দারা রাতে ওই বাসাতেই ছিলেন। তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

প্রতিবেশী অ্যালেন আলিসিন স্থানীয় ওয়েশ টু নামের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ছিদ্রটি আসলেই বেশ বড়।’ ঘটনার পর তাঁর মা সেখানে গিয়েছিলেন বলে জানান অ্যালেন।

বরফের টুকরার আঘাতে বিকট শব্দ হয়। এতে প্রতিবেশীরাও কিছুটা আতঙ্কিত হয়ে অগ্নিনির্বাপক কর্তৃপক্ষকে খবর দেন। তারা এসে ওই বাসার মেঝেতে একটি বড় বরফখণ্ড দেখতে পায়।

পরে বিষয়টি এফএএকে জানানো হয়। তারা ঘটনাটি তদন্ত করে দেখে।

এফএএর একজন মুখপাত্র বলেছেন, তদন্তে দেখা গেছে ৬ ফুট বাই ৩ ফুট লম্বা বরফের টুকরাটি কোনো উড়োজাহাজ থেকে পড়েনি।

স্থানীয় ডব্লিউএফটিভিকে এক বিবৃতিতে এফএএর মুখপাত্র বলেছেন, ওই ঘটনার সময় যেসব উড়োজাহাজ ওই এলাকার ওপর দিয়ে চলাচল করেছে, সেই উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এফএএ। তারা নিজেদের উড়োজাহাজে ছিদ্র হয়ে পানি বের হওয়ার কোনো প্রমাণ পাননি। ছিদ্র হয়ে পানি বের হলে উড়োজাহাজের বাইরে বরফ জমার সম্ভাবনা ছিল। কিন্তু সেই রকম কিছু তদন্তে উঠে আসেনি।

তবে এই ঘটনা নিয়ে আর বিস্তারিত কিছুও জানায়নি এফএএ। তাই বরফের টুকরাটি উৎপত্তি নিয়ে রহস্য রয়ে গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00