অবশেষে অপেক্ষার অবসান হলো ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় কিস্তি নিয়ে। সিনেমাটির মুক্তির তারিখ জানার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘পুষ্পা’ প্রেমীরা। একাধিকবার শুটিং বন্ধ হওয়ায় পিছিয়ে যায় এর নির্মাণকাজ। তবে এবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করল এর প্রযোজনা সংস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ পোস্টারসহ সিনেমাটির দ্বিতীয় কিস্তির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন নির্মাতারা। ‘পুষ্পা টু’ যার শিরোনাম ‘পুষ্পা: দ্য রুল’, চলতি বছরের ১৫ আগস্ট একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।পুষ্পার নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’ পোস্টারটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছে, ২০০ দিনের মধ্যে শুরু হবে রাজত্ব।সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা: দ্য রুল’-এ ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলে ছিলেন আল্লু অর্জুন। সাদামাটা গল্পের ‘পুষ্পা : দ্য রাইজ’-এ আল্লু অর্জুন-ফাহাদ ফাসিলের জুটির অনবদ্য অভিনয়ের কারণে তুমুল দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। সিনেমাটির দুর্দান্ত সাফল্যের পর থেকে দর্শকরা অধীর প্রতীক্ষায় রয়েছে এর দ্বিতীয় কিস্তির জন্য। ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমন কী, ক্লাইম্যাক্স এ না কি একেবারে চমকে দেবে দর্শকদের। এদিকে, পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই সিনেমাটির দ্বিতীয় কিস্তি সাজানো হচ্ছে।