
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রথম যুদ্ধে নজিরবিহীন জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আইওয়া ককাস অর্থাৎ প্রথম প্রাইমারিতে দলটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির গড়লেন ট্রাম্প। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা রন ডিস্যান্টিস ও নিকি হ্যালির মোট ভোটের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি। এদিকে, এরমধ্য দিয়ে শুরু হলো মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক তোড়জোড়।২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব কূটনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া ককাসে জয় দিয়ে শুরু করলেন তাঁর ভোটযাত্রা। আইওয়া ককাসে ৫১ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে বিশাল ব্যবধানে তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন ডোনাল্ড ট্রাম্প । ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের প্রথম বাধা সফলভাবেই উতরে গেছেন সাবেক প্রেসিডেন্ট। পেছনে পড়ে রইলেন নিকি হ্যালের মতো প্রার্থীরাও।ককাস নির্বাচনের এমন এক পদ্ধতি, যেখানে রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় সমর্থকদের মধ্যে একটি খোলা ভোটের আয়োজন করে, যেখানে তারা কোন প্রার্থীকে তাদের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তা নির্ধারণ করা হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে মূলত প্রধান দুটি দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করার বিষয়টি চূড়ান্ত করা। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি পদ্ধতিতে।একটি ককাস, অপরটি প্রাইমারি। এদিকে, আইওয়া হচ্ছে প্রথম রাজ্য, যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন।দেশটিতে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।