
ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আজ, রোববার (১৫ জুন), দেশের ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারসহ সকল ধরনের অফিস পুনরায় খুলছে।
গত ৪ জুন (বুধবার) ছিল ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবস। এরপর পবিত্র ঈদুল আজহা, বিশেষ ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ ছিল শনিবার (১৪ জুন) পর্যন্ত।
তবে, ঈদের ছুটির আগে ও পরে ৫, ১১ ও ১২ জুন দেশের কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। বিশেষ করে, ৫ জুন কোরবানির হাট সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকগুলো রাত ১০টা পর্যন্ত খোলা ছিল।
আজ থেকে ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে। ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে, শেয়ারবাজারের লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং এটি চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিটের জন্য পোস্ট ক্লোজিং সেশন থাকবে, যা দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের মাধ্যমে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। ফলে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন। উল্লেখ্য, এই টানা ছুটি নিশ্চিত করতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন (শনিবার) অফিস খোলা রাখা হয়েছিল।