মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়ে আছে অজ্ঞাত এক তরুণীর (২৪) গুলিবিদ্ধ মরদেহ। মরদেহটির পাশে রয়েছে পাঁচটি গুলির খোসা। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে, সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করে জানান, আমরা পিবিআই পুলিশ কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছি। তারা এসে মূল ঘটনা তদন্ত করবে। আমরা এরই মধ্যে আশপাশের ফুটেজ সংগ্রহ করেছি। আর মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে।
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় জানা গেছে। তার নাম সাহিদা বেগম (২৪)। তিনি ঢাকার ওয়ারীর একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাহিদার মা জরিনা খাতুন লাশ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুব কাছ থেকে গুলি করা হয় ওই তরুণীকে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।