প্রচ্ছদ সর্বশেষ এবার কী তাহলে ওয়ানডে ক্রিকেটে ‘দুই বল’ এর নিয়ম চালু? যা জানা গেল

এবার কী তাহলে ওয়ানডে ক্রিকেটে ‘দুই বল’ এর নিয়ম চালু? যা জানা গেল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার কী তাহলে ওয়ানডে ক্রিকেটে ‘দুই বল’ এর নিয়ম চালু? যা জানা গেল

দুই বলের নিয়ম। আইপিএলের ভালো খোঁজ-খবর রাখলে নিয়মটির কথা শুনে থাকার কথা। চলতি আসর শুরুর হওয়ার আগে এই নিয়ম প্রবর্তন করেছে কর্তৃপক্ষ। এই নিয়মটি ওয়ানডে ক্রিকেটেও চালু করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইপিএলের ‘দুই বল’ এর নিয়ম অনুযায়ী, ব্যাটার ও বোলারদের পারফরম্যান্সে ভারসাম্য আনতে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভার শেষে একটি নতুন বল ব্যবহার করা যায়। তবে ওয়ানডে ক্রিকেটে যে নিয়মটি চালু করার কথা ভাবা হচ্ছে, সেটি এর থেকে ভিন্ন।

ওয়ানডে ক্রিকেটের বর্তমান নিয়মে একটি ইনিংসে উইকেটের দুই প্রান্ত থেকে দুটি বল দিয়ে খেলা হয়। নতুন দুই বলের নিয়মে প্রতি ২৫ ওভারে একটি বলই ব্যবহার করা যাবে। অর্থাৎ বলের ব্যবহার দুটিই থাকছে, কিন্তু প্রথম ২৫ ওভার এক বল দিয়ে ও পরের ২৫ ওভার আরেক বল দিয়ে খেলা হবে।

আইসিসিকে এই নিয়মের ব্যাপারে ভাবার পরামর্শ দিয়েছে ক্রিকেট কমিটি। আগামী মাসে জিম্বাবুয়েতে আইসিসির একটি মিটিং হবে। সেই মিটিংয়ে এ নিয়ে আলোচনা হবে বলে খবরে জানিয়েছে ক্রিকবাজ।

এখনও পরিকল্পনার পর্যায়ে থাকা এই নিয়মটির সমালোচনাও আছে। লিটন মাস্টার শচীন টেন্ডুলকারই হয়তো এর বড় সমালোচক। ২০১৮ সালে তিনি বলেছিলেন, ‘নতুন দুটি বল মানে ওয়ানডে ক্রিকেট ধ্বংসের দিকে যাবে। কারণ রিভার্স সুইংয়ের জন্য বলকে পুরান হতে যথেষ্ট সময় দেওয়া হবে না। ডেথ ওভারে অনেক দিন ধরেই রিভার্স সুইং দেখছি না।’ টেন্ডুলকারের এই যুক্তিকে ওয়াকার ইউনিস, ব্রেট লি ও মাইক আথারটনের মতো কিংবদন্তিরা সমর্থন করেছিলেন।

আইসিসি টেস্ট ক্রিকেটে ওভার রেটস নিয়ন্ত্রণে রাখার জন্য ঘড়ি ব্যবহারের কথাও ভাবছে। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00