প্রচ্ছদ সারাবাংলা কয়রায় খালের পুনঃখনন, কৃষি উন্নয়নের নতুন দিগন্ত

কয়রায় খালের পুনঃখনন, কৃষি উন্নয়নের নতুন দিগন্ত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কয়রায় খালের পুনঃখনন, কৃষি উন্নয়নের নতুন দিগন্ত

কয়রার আমাদী ইউনিয়নের হাতিয়ার ডাঙ্গা গ্রামে অবস্থিত কোরাকাটা-কাটাখালী খালের পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ তারিখে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (নব পল্লব) প্রকল্পের বাস্তবায়নে ১২৭৬ মিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার ওহাহিদুল ইসলাম, আমাদী পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ আব্বাস উদ্দীন, সিএনআরএস ফিল্ড ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, এন আর এম শিহাব বিন হাবিব, কৃষক কার্তিক চন্দ্র মন্ডল, স্মৃতি রেখা বৈদ্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, খালটি পুনঃখননের ফলে এলাকার কৃষি উৎপাদনে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিশেষ করে, খালের পানি ব্যবহার করে ৫০০ বিঘা জমিতে ফসল উৎপাদন সম্ভব হবে। হাতিয়ার ডাঙ্গা গ্রামের কৃষক কার্তিক চন্দ্র মন্ডল বলেন, “আমাদের এলাকায় ধান চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়। কিন্তু পানি সংকটের কারণে ফসলের অনেক ক্ষতি হয়। আমি কোরাকাটা-কাটাখালী খাল খননের জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। এবার হয়তো চাষাবাদে ভালো ফল পাবো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, “দীর্ঘদিন ধরে খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কৃষি সেচ ও পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা হচ্ছিল। খাল খননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।”

এভাবে, খালের পুনঃখনন কৃষকদের জন্য একটি আশার আলো হিসেবে দেখা দিচ্ছে, যা তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীবিকা নির্বাহে সহায়ক হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00