নেত্রকোনার সীমান্তে অবস্থিত কলমাকান্দা উপজেলার সীমান্ত অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গলাছড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান একটি বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখযোগ্যভাবে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র খারনৈ বিওপি’র ছয় সদস্যের টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৭৭/৫-এস থেকে আনুমানিক চার শ গজ ভেতরে গলাছড়া এলাকায় ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের ৩৯ বোতল মদ পাওয়া যায়। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এখন জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা কার্যালয়ে হস্তান্তর করা হবে।