
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম চলে।
নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির (সরকার) ২৪ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান ১৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন সুমন এবং কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে হাজী সুলাইয়মান সরকার, হাবিবুর রহমান, হাবিবউল্লাহ কারার, হাসিম উদ্দিন ও জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ নির্বাচনে মোট ৩৭ জন ভোটারের মধ্যে সক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সাব-রেজিস্টার মো. নাজমুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
নির্বাচন কমিশনার হাজী সুলাইয়মান সরকার জানান, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’ নবনির্বাচিত কমিটিকে হোসেনপুর উপজেলা বিএনপি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।