প্রচ্ছদ সারাবাংলা কুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে বেঁ*ধে নারী কর্মীকে ন*গ্ন করে ভিডিও ধারণ, অর্থ আদায়

কুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে বেঁ*ধে নারী কর্মীকে ন*গ্ন করে ভিডিও ধারণ, অর্থ আদায়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
কুমিল্লার চান্দিনায় এনজিও’র পুরুষ কর্মীকে বেঁ*ধে নারী কর্মীকে ন*গ্ন করে ভিডিও ধারণ, অর্থ আদায়

কুমিল্লার চান্দিনায় এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাস্তা থেকে একদল যুবক তাদের অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করা হয়। এ সময় মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ের একটি বাগানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুইজন আইডিএফ নামে একটি এনজিও’র চান্দিনা শাখায় কর্মরত।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ৪ জনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান।

আইডিএফ এনজিও সূত্রে জানা যায়, তাদের এক পুরুষ ও এক নারী কর্মী চান্দিনার তুলাতলি গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্টে পাড়ে নিয়ে যায়। এ সময় তাদের আদায়করা কিস্তির ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদেরকে তুলাতলি দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে আটক করে।

এ সময় পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শক দেয়। নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যএ ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আবার চাঁদা দাবি করে। এ সময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আইডিএফ এনজিও’র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, রাস্তা থেকে আমাদের জোরপূর্বক বাগানে নিয়ে আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক সক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে শারীরিক নির্যাতন করে। তারা নারী কর্মীকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়া হয়। বিকাশে ২০ হাজার টাকা এনে দেয়ার পর তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলেট করবে বলে জানায়। তিনি আরও বলেন, ২০ হাজার টাকা নেয়ার পরও তারা ওই নারী কর্মীর ওপর ওই যুবকরা অত্যাচার অব্যাহত রাখে। পরে গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে দুপুরে ৪ জনের বিরুদ্ধে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা রেকর্ড করি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00