ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এই প্রথম বিমান থেকে ত্রাণ সহায়তা ফেলেছে যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গনমাধ্যম।
এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়।খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য তিনটি সি-১৩০ পরিবহণ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা স্পষ্ট নয়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ৬৬টি বড় বড় কাঠের বাক্সে করে অন্তত ৩৮ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে। এর আগে, গেলো বৃহস্পতিবার গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয় বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ওই ঘটনার পর, শুক্রবার গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ও অন্যান্য সরবরাহ ফেলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী।এর আগে, ফ্রান্স ও জর্ডান, যুক্তরাজ্য ও মিশর গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রথম। এদিকে, রমজানের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন দাবি করেন, হামাস ও ইসরায়েলের সাথে এ ইস্যুতে আলোচনায় আরও অগ্রগতি হয়েছে। রমজান মাসের শুরু থেকে ৪০ দিনের জন্য বন্ধ থাকবে হামলা, এমন কথা বলা হয় চুক্তিতে। অন্যদিকে, প্রতি ১০ জন ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তির বিনিময়ে ছাড়া পাবে ১ জন ইসরায়েলি জিম্মি। গেলো সপ্তাহে প্যারিসের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির অনেকটা কাছাকাছি পৌঁছেছে দু’পক্ষ।