প্রচ্ছদ সর্বশেষ চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কী হবে, থাকবে কি মেসি?

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কী হবে, থাকবে কি মেসি?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কী হবে, থাকবে কি মেসি?

আর্জেন্টিনা ফুটবল দল আন্তর্জাতিক বিরতির সময় বিশ্বকাপ বাছাই পর্বের ১৫ ও ১৬তম রাউন্ডের ম্যাচ খেলতে প্রস্তুত। এই ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ হবে চিলি এবং কলম্বিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, ইনজুরির কারণে গত দুই রাউন্ডের ম্যাচ মিস করা লিওনেল মেসি এবার স্কোয়াডে ফিরেছেন।

আগামীকাল, অর্থাৎ ৬ জুন, শুক্রবার, সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি কনমেবল অঞ্চলের বাছাই পর্বের ১৫তম রাউন্ডের অংশ।

মেসির উপস্থিতি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলোতে ইনজুরির কারণে তিনি দলে ছিলেন না। তবে চিলির বিপক্ষে শুরুর একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে। নিষেধাজ্ঞার কারণে অভিজ্ঞ সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্দি এই ম্যাচে খেলতে পারবেন না, ফলে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধতে পারেন লিওনার্দো বালের্দি। ফুলব্যাক হিসেবে নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকোর ওপর ভরসা রাখছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের জায়গা নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পলের অবস্থানও স্থায়ী। তার সঙ্গী হিসেবে এজেকুয়েল প্যালাসিওস ও গিউলিয়ানো সিমিওনের মধ্যে প্রতিযোগিতা চলবে। মাঝমাঠের বাকি স্লটের জন্য নিকো পাজ ও থিয়াগো আলমাদার মধ্যে লড়াই হবে। ফরোয়ার্ড হিসেবে হুলিয়ান আলভারেজের জায়গা নিশ্চিত।

তবে মেসি ঠিক কোন পজিশনে খেলবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। স্ক্যালোনি বলেন, ‘আমি তার (মেসি) সঙ্গে কথা বলেছি, আমরা এখনও কথা বলছি। আমরা সাম্প্রতিক সময়ে নিয়মিত খোঁজখবর রাখছি। ম্যাচটায় সে শুরু থেকে খেলবে কি-না তা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। সে শারীরিকভাবে কেমন অনুভব করছে জানতে পারলে ভালো লাগবে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা পরিষ্কার যে আমরা এমন অবস্থানে আছি যে অন্যভাবেও (নতুন কাউকে খেলার সুযোগ দেয়া) চেষ্টা করতে পারি। প্রথমত তাকে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে, এরপর আমরা অবস্থা বিশ্লেষণ করব। গত শনিবার দারুণ একটা ম্যাচ খেলে এসেছে সে।’

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো; গিউলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, নিকো পাজ/থিয়াগো আলমাদা; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00