
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য দেখাল লিভারপুর। আক্রমণের ঝড় তুলে প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে করলো আরও দুটি।অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৪-১ ব্যবধানে চেলসিকে হারালো লিভারপুল।আর বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও মজবুত করলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।দলটির হয়ে একটি করে গোল করেন দিয়েগো জটা, দমিনিক সোবোসলাই, লুইস দিয়াস ও কনর ব্র্যাডলি। আর সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্তোফা এনকুকু। এদিন ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে।ম্যাচের ২৩ মিনিটে ডিয়াগো জোতার গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৯ মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন কনর ব্র্যাডলি।বিরতির পরও আক্রমণ থামেনি লিভারপুলের।৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সোবোসলাই।তবে ৭১ মিনিটে চেলসির হয়ে গোল করে ব্যবধান কমান এনকুনকু। কিন্তু এর ৮ মিনিট পর ব্লুজদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুইস দিয়াজ।শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্টে শীর্ষস্থান আরও সুসংহত হয়েছে লিভারপুলের। একই দিন জয় পাওয়ায় ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যান সিটি। আর ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল।