
মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ ‘টিকিট’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে, সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক ও সাফা কবিরকে। তবে প্রত্যেকের লুকেই ছিল নতুনত্ব এবং ভিন্নতা। জানা গেছে, স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে তাদের প্রত্যেককেই দেখা যাবে ভিন্ন সব চরিত্রে। সিরিজটি প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ জানান, ‘টিকিট’ সিরিজটিতে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো দেখানো হবে। যার পরতে পরতে থাকবে রহস্য। এই সিরিজের প্রত্যেকটি চরিত্রকেই উপস্থাপন করা হবে নতুনভাবে। ‘টিকিট’ ওয়েব সিরিজে সিয়াম আহমেদ ধরা দেবেন একটি চ্যালেঞ্জিং চরিত্রে। তার চরিত্রটির নাম সালেক। সিয়ামের পাশাপাশি এই সিরিজে বেশ সাহসী চরিত্র ও ভিন্ন লুকে অভিনয় করেছেন সাফা কবির। এছাড়াও আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মনোজ প্রামাণিককে।নতুন এই ওয়েব সিরিজে সিয়াম, সাফা, মনোজ ছাড়াও আরও অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন, জান্নাতুল ফেরদৌস রাইসা, কে এস এম আরাবি মওদুদসহ অনেকে। আগামী ২৫ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।