ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এবার ১৩ হাজার রানের এলিট ক্লাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মালিক ছিলেন ক্রিস গেইল।এবারের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন মালিক।এদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান দশম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। সেই টার্গেট তাড়ায় নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। ১৮ বলে দুই বাউন্ডারিতে ১৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। এর আগে, গত বিপিএলে খেলতে এসে পাঁচশ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এবছর বিপিএলে খেলতে এসেই ছুঁলেন ১৩ হাজার রানের মাইলফলক। মাত্র ৭ রান করেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শোয়েব মালিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫২৫ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ হাজার ১০ রান করেন তিনি। আর ৪৬৩ ম্যাচ খেলে ১৪ হাজার ৫৬২ রান করে শীর্ষে রয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল।