
টেস্ট ক্রিকেট ছাড়া বাকি দুই ফরম্যাটে তেমন একটা দেখা যায় না উসমান খাজাকে। তবে এক ফরম্যাটে সুযোগ পেয়েই নিয়মিত চমক দেখিয়ে চলছেন বাঁহাতি এই ওপেনার। সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে গেলো বছরটা দারুণ কাটিয়েছেন এই অজি ওপেনার। বছর শেষে তার স্বীকৃতি মিলল খাজার।আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন খাজা। সেরার দৌড়ে পেছনে ফেলেছেন স্বদেশী ট্রাভিস হেড, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে।সম্প্রতি খাজাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টানা দ্বিতীয়বার মনোনয়ন পেয়ে এবারই প্রথম সেরার পুরস্কার জিতলেন এ অজি ওপেনার।২০২৩ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ওপেনার। ১৩ ম্যাচে ৫২.৬০ গড়ে ছয় সেঞ্চুরি ও ছয় ফিফটিসহ করেছেন ১,২১০ রান। ভারতে স্পিন-সহায়ক উইকেটে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সিরিজে ৪ টেস্টে ৭ ইনিংসে করেন ৩৩৩ রান। এদিকে, চ্যালেঞ্জিং ও প্রাপ্তির ২০২৩ সালে একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন উসমান খাজা।গত বছরের অ্যাশেজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ইনিংসে প্রায় ৫০ গড়ে করেছিলেন ৪৯৬ রান।তার ব্যাটে ভর করে অ্যাশেজ পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। এছাড়া দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতেও দারুণ ভূমিকা রেখেছেন খাজা।