
‘পাঠান’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য ‘ফাইটার’ নিয়ে এলেন সিদ্ধার্থ। সম্প্রতি প্রকাশ পেয়েছে ভারতের অন্যতম বহুল আলোচিত সিনেমা ‘ফাইটার ’এর ট্রেলার। ট্রেলারে দর্শকদের জন্য চমৎকার এক অ্যাকশন প্যাকেজের পূর্বাভাস দিয়েছে ‘ফাইটার’। এতে প্রথমবার জুটিতে আসছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ-হৃতিক রোশন জুটি উপহার দিতে চলেছেন আরো এক অ্যাকশন ধামাকা৷ তিন মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ট্রেইলারে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন-অনিল কাপুরও। ধুন্ধুমার অ্যাকশন আর দুরন্ত সংলাপে ট্রেইলারেই বাজিমাত করল হৃতিক-দীপিকার ‘ফাইটার’।সিনেমাটিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। দীপিকাকেও স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে। ‘ফাইটার’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। জুটিটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে সিনেমা বিশ্লেষকরা মনে করছেন। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের সফলতম পরিচালক সিদ্ধার্থ আনন্দ।অ্যাকশন ঘরানার সিনেমা নির্মাণে সিদ্ধার্থ আনন্দের দক্ষতা সবার কাছে প্রশংসিত। দর্শক ও বক্স অফিসের নাড়ি ভালোই বুঝতে পারেন এ নির্মাতা। এর সাম্প্রতিক উদাহরণ ‘পাঠান’সিনেমার মাধ্যমে দিয়েছেন। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন তিনি। ‘ওয়ার’-এর পর আবার ‘ফাইটার’ সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ফাইটার’।