‘ডন থ্রি’ নিয়ে দর্শক অপেক্ষা করে ছিলেন। অবশেষে ‘ডন’ সিরিজের তৃতীয় অধ্যায় নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার।তবে নতুন এই সিনেমাতে দেখা যাবে না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে। এবারের সিনেমায় নায়কের নাম জানা গেলেও নায়িকা কে হচ্ছেন তা নিয়ে ছিল নানা জল্পনা।এবার বলিউডের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানি তার সমাধান করলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, রনবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।সম্প্রতি এক্সে একটি ভিডিও পোস্ট করে কিয়ারার যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। কিয়ারা নিজেও এক্সে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এ অভিনেত্রী তাতে লেখেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত।উত্তেজনাপূর্ণ এই যাত্রা শুরু করার আগে সকলের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন এই অভিনেত্রী। অন্যদিকে, একটি ভিডিও পোস্ট করে কিয়ারাকে স্বাগত জানিয়েছেন পরিচালক ফারহান আখতার। তবে ডনের নতুন অধ্যায়ে কিয়ারা কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন কিয়ারা। অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুইটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এদিকে, বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ান বলিউড বাদশা শাহরুখ খান। তবে বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারেই নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’।