
দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।রোববার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’দিনের এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ সময়, দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। প্রসঙ্গত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বহুদিন ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় গেলো বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে দলটি হরতাল-অবরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করে। তবে বিএনপির আন্দোলনের মধ্যেই চলতি বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা চতুর্থবারের ম