
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার—লম্বা সময় পর এই ত্রিরত্নকে একসঙ্গে মাঠে দেখার ইচ্ছে ছিল ফুটবলপ্রেমীদের। তবে, চোটের কারণে নেইমারের না থাকায় ভক্তদের সেই ইচ্ছে পূরণ হয়নি। ব্রাজিলিয়ান তারকা না থাকলেও রিয়াদ কাপে মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে দিল আল হিলাল। সৌদি আরবের কিংডম অ্যারেনাতে প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে হারায় আল হিলাল। ক্লাবটির হয়ে একটি করে গোল করেন আলেকসন্দর মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। মায়ামির হয়ে গোল করেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ। আগের প্রস্তুতি ম্যাচে ইন্টার মায়ামি হেরেছিল মেজর সকার লিগ ক্লাব এফসি ডাল্লাসের বিপক্ষে। সোমবার রাতে সৌদি ক্লাব আল হিলালের কাছে আবারও হারলো মেসিরা। আগের দুই প্রস্তুতি ম্যাচ গোল না পেলেও এদিন গোল পেয়েছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। অবশ্য তাতেও কাজের কাজ হয়নি। এদিন ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় দুই গোলে এগিয়ে যায় আল হিলাল। তবে ৩৩ মিনিটে সুয়ারেসের গোলে ব্যবধান কমায় মায়ামি। এই গোল দিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে নিজের প্রথম গোল করলেন সুয়ারেজ। অবশ্য মিনিট দশেক বাদেই আরও একবার গোলের দেখা পায় আল হিলাল। আর তাতেই ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সৌদি ক্লাবটি। তবে বিরতির পর দেখা যায় অন্য মায়ামিকে। ১০ মিনিটের মধ্যেই তারা দুই গোল শোধ করে জমিয়ে তোলে ম্যাচ। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর এক মিনিটে পরেই ডেভিড রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি। তবে ম্যাচের ৮৮ মিনিটে গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন মেসি, সুয়ারেসদেরই সাবেক সতীর্থ ম্যালকম। এই হারে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে এখনো কোনো জয় পায়নি মেজর লিগ সকারের ক্লাবটি। এখন পর্যন্ত তারা তিন ম্যাচ খেলে একটি ড্র আর দুটি হার দেখেছে। আগামী ২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর এবং মেসি -সুয়ারেজের ইন্টার মায়ামি।