
দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা বুবলী বর্তমানে পেশাগত কাজে দারুন ব্যস্ত আছেন। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন বিজ্ঞাপন এবং ওটিটি মাধ্যমেও। এই তারকা গেলো বছর নিজের অভিনীত মুক্তি চার ছবি দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন। নতুন বছরের শুরুতেই প্রথম বারের মতো দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলা টলিউডের ছবিতে অভিনয় করছেন শবনম বুবলী। ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের ছবিটিতে তার সহশিল্পী ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস। আরও রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলি। মূলত কৌশিককে নিয়েই আবর্তিত হয়েছে গল্পটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ফার্স্ট লুক। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক ছবিতে জীবনের হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনিতে দেখা যাবে, জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে দেখা হবে।বুবলী জানান, এই ছবির অন্যতম প্রধান একটি চরিত্র শ্বেতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির গল্পে তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। তার সঙ্গে অভিনয় করবেন কলকাতার নির্মাতা – অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে তার চরিত্রের নাম অঞ্জন। ছবিতে তিনি মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব। আর প্রধান তিন চরিত্রের মধ্যে আরও একটি চরিত্র হলো ডিকে। ভবঘুরে এই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস।এরই মধ্যে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং শেষ করেছেন বুবলী। ছবিটির পরবর্তী শুটিং শুরু হবে ডুয়ার্সে। জানা গেছে, শুটিং শেষ করে চলতি মাসেই ঢাকায় ফিরবেন অভিনেত্রী। এদিকে, চলতি বছরে কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশেও এটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।