
ইনজুরি যেন পিছু ছাড়ছেই না কেন উইলিয়ামসনের। ২০২৩ সালে মিস করেছেন অনেকগুলো ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকার পর পাকিস্তান সিরিজ দিয়েই ফিরেছেন তিনি। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় ফের ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ককে। নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতি অনুযায়ী, নিউজিল্যান্ডের ইনিংসের দশম ওভারে একটি রান পূর্ণ করার সময় উইলিয়ামসন তার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি মাঠে ফিরবেন না। বাকি ম্যাচে অধিনায়কত্ব করবেন টিম সাউদি। এদিন আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের ৫৯ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে যান উইলিয়ামসন। দশম ওভারের পর উইলিয়ামসনকে তার ডান হ্যামস্ট্রিং ধরে রেখে ফিজিওর সাথে কথা বলতে দেখা যায়। সেই সময়ে ৩ চার ও ১ ছক্কায় এই ডানহাতি ব্যাটারের রান ছিল ১৫ বলে ২৬। এরপর তিনি মাঠ ছেড়ে যান।সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই ইনজুরিতে পড়েছেন উইলিয়ামসন। গেলো আইপিএলের প্রথম ম্যাচে এসিএলের ইনজুরিতে পড়েন তিনি । ছয় মাস পরে মাঠে ফেরেন ভারতে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আঙুল ভেঙে যাওয়ায় মিস করেন কয়েকটি ম্যাচ।এরপর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেললেও ঘরের মাটিতে শান্ত-শরিফুলদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়। এদিকে, পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেও তার বিশ্রামে থাকার কথা ছিল। তার আগেই আবার ইনজুরির শিকার হলেন কিউই অধিনায়ক।