
জামালপুরের বকশীগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু আনিসা আক্তার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৬টার দিকে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। জানা যায়, আমিনুল ইসলাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তারা জামালপুর থেকে সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন।
বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় একটি ঢাকাগামী বাস সিএনজিতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আনিসা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া, তার বাবা আমিনুল ইসলামও আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ধরনের দুর্ঘটনা সাধারণত সড়ক নিরাপত্তার অভাব এবং চালকদের অসতর্কতার কারণে ঘটে। কর্তৃপক্ষের উচিত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং চালকদের সচেতনতা বৃদ্ধি করা।