
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে দলটির কোনো নেতাকর্মীকেই আটক-নির্যাতন-নিপীড়ন করতো না সরকার। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সরকারি রোষানলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে বলেও দাবি করেন তিনি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, জেলখানায় চিকিৎসা না পেয়ে বিএনপির অনেকে মানবেতর জীবনযাপন করছেন, মারাও গেছেন কয়েকজন। ক্ষমতাসীনরা দেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপির সব নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি।রিজভী বলেন, ডামি নির্বাচনে ডামি সরকার গঠিত হয়েছে। কোন আসনে কে পাস, কে ফেল তা পূর্বনির্ধারিত। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে ভবিষ্যতে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী। এদিকে, এক দফা দাবিতে সরকার পতনের পরবর্তী আন্দোলনের ধারা ঠিক করছে বিএনপি। পরে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে দলটি।