
চলতি বছরের শুরুটা হয়েছিল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ‘মেরি ক্রিসমাস’ সিনেমা মুক্তির মাধ্যমে। তেলেগু সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই বলিউড সুন্দরী। যদিও সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন বলিউডের তারকা কোরিও গ্রাফার ও নির্মাতা রেমো ডি’সুজা।নতুন সিনেমার বিষয়ে সম্প্রতি ঘোষণা দিয়েছেন রেমো। তিনি জানিয়েছেন এটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের ড্যান্সিং সিনেমা।ক্যাটরিনার বিপরীতে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে।প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাদের। নিজের নতুন সিনেমা নিয়ে রেমো জানান, এই সিনেমায় ভারতের স্ট্রিট ড্যান্স দেখানো হবে। সঙ্গে দেখানো হবে বিশ্বের জনপ্রিয় কিছু হিপ হপ ড্যান্সারদের।যারা ভারতের নৃত্যশিল্পীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন। সিনেমার প্রধান দুই চরিত্র ঠিক হলেও বাকি চরিত্রে কারা থাকবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছেন এপ্রিলের শেষে নাম ঘোষণার মাধ্যমে সিনেমার শুটিং শুরু হবে।এদিকে, নতুন সিনেমা ঘোষণার পর অভিনেত্রী ক্যাটরিনাও বেশ উচ্ছ্বসিত। নির্মাতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্যাপটেনের সঙ্গে ভালো কিছু হতে যাচ্ছে। সবাই অপেক্ষা করুন। অন্যদিকে বরুণও নতুন এ সিনেমা নিয়ে আনন্দিত। রেমোর সঙ্গে এটি হতে যাচ্ছে বরুণ ধাওয়ানের দ্বিতীয় সিনেমা। এর আগে রেমোর ‘স্ট্রিট ড্যন্সার থ্রিডি’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ৭০ কোটি রুপি খরচে নির্মিত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৯৭ কোটি রুপি।