প্রচ্ছদ খেলা ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন উইলিয়ামসন

ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন উইলিয়ামসন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
উইলিয়ামসন
ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন উইলিয়ামসন

গেলো বছরটা ইনজুরির সঙ্গে যুদ্ধ করে পার করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন। বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে নতুন বছরের শুরুটা করেছেন দুর্দান্তভাবে। টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটছে কেন উইলিয়ামসনের। রান পাচ্ছেন নিয়মিতই।এবার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সেই সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৩২ বলে ১০৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন উইলিয়ামসন। এরপর নিজেদের ২য় ইনিংসে ২৮৯ বলে ১১৮ রানের আরও একটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার এই টানা দুই সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট হাতে রেখেই ৫২৮ রানের বিশাল লিড পেলো কিউইরা।এই টেস্টে দুই সেঞ্চুরি করে বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তবে ঘরের মাটিতে এটি তার ১৮তম সেঞ্চুরি। ঘরের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকদের মধ্যে উইলিয়ামসনের অবস্থান এখন যৌথভাবে ষষ্ঠ।ঘরের মাটিতে উইলিয়ামসনের সমানসংখ্যক সেঞ্চুরি আছে অজি কিংবদন্তি ব্র্যাডম্যান ও ইংলিশ ব্যাটার জো রুটের নামের পাশেও। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছেন মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং। এই তিন কিংবদন্তির প্রত্যেকের নামের পাশে আছে ২৩টি করে সেঞ্চুরি।ঘরের মাঠে ৪৬ টেস্ট খেলে ৬৯.০৩ গড়ে উইলিয়ামসন করেছেন ৪৪৮৭ রান । একইসঙ্গে সবচেয়ে দ্রুততম সময়ে ৩১টি টেস্ট সেঞ্চুরি করার ক্ষেত্রে উইলিয়ামসনের অবস্থান এখন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে দুইয়ে। প্রথম স্থানে আছেন শচীন টেন্ডুলকার। এই ভারতীয় কিংবদন্তির ৩১তম সেঞ্চুরির দেখা পেতে ১৬৫ ইনিংস খেলতে হয়েছিল।এদিকে, মাত্র পঞ্চম কিউই ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিতে নাম লেখিয়েছেন উইলিয়ামসন। বাকিরা হলেন- গ্লেন টার্নার, জিওফ হাওয়ার্থ, অ্যান্ড্রু জোনস এবং পিটার ফুলটন। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00