প্রচ্ছদ বিশ্ব ভারতে শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করছেন শিক্ষিকা 

ভারতে শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করছেন শিক্ষিকা 

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভারতে শ্রেণিকক্ষে ছাত্রকে বিয়ে করছেন শিক্ষিকা 

ভারতের পশ্চিমবঙ্গে শ্রেণিকক্ষে এক কলেজছাত্রকে তার শিক্ষিকা বিয়ে করছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী হলুদ, মালা বিনিময় ও মণ্ডপের চারপাশে সাতবার ঘোরার মতো সব আচার-অনুষ্ঠান পালন করা হয়।

কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে। কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের অধীনে পরিচালিত হয়।

ভিডিওতে দেখা যাওয়া ওই অধ্যাপকের নাম পায়েল বন্দ্যোপাধ্যায়। তাকে কনের পোশাকে এবং মালা পরিহিত অবস্থায় দেখা যায়। তবে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি আসল বিয়ে ছিল না। এটি শুধু শ্রেণিকক্ষের ভেতরে একাডেমিক অনুশীলনের অংশ ছিল।

ইতোমধ্যে শিক্ষিকা পায়লকে সাময়িক অব্যাহতি দিয়ে ঘটনার তদন্তে তিন সদস্যের কমটি গঠন করা হয়েছে। কলেজের কর্মকর্তারা বলেন, আমরা যথাযথ তদন্ত ছাড়া কোনো কঠোর ব্যবস্থা নিতে পারি না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ওই কলেজছাত্রের গায়ে হালুদ মেখে দিচ্ছে। এ ছাড়া শিক্ষিকা ও ছাত্র পরস্পরকে মালা বিনিময় করতে দেখা যায়। এরপর হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ের মণ্ডপের চারপাশে সাত পাঁক ঘোরেন। তারপর ওই ছাত্রকে শিক্ষিকার কপালে সিঁদুর লাগাতে এবং তাকে একটি গোলাপ দিতে দেখা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করে স্বাক্ষর করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে ওই কলেজে মনোবিজ্ঞান পড়ান। তিনি দাবি করেন, এই কাজটি একটি ‘মনস্তাত্ত্বিক নাটকের’ অংশ, যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করেছেন। তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00